বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২৩ ০৭:২০:২৭ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০২:০৮:৫৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮কিলোমিটার নামক স্থানে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত পড়ে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার পরিবারের চারজনসহ সর্বমোট ৫জন আহত হয়েছে। আজ রবিবার (৮ জানুয়ারী) সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের গাড়ি নং ঢাকা মেট্টো: ঘ-১৫-১৫৫৭ নিয়ে  বান্দরবানের থানচি উপজেলা থেকে দুর্গম পাহাড়ী পথে আলীকদম উপজেলা যাওয়ার পথে ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে  তার গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ২শ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর আহত চালকসহ ৫জনকে উদ্ধার করে প্রথমে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে গুরুত্বর আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন,ঢাকায় কাওরান বাজারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ-পরিচালক মো: নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও গাড়ির চালক মো: নুর নবী (৪২)।

বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ইমদাদুল হক জানান, ৫জনকে আহত অবস্থায় উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে,পরে তাদের মধ্যে গুরুতর আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions