ছাত্র পরিষদের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৩ ০৫:৪৮:১৬ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৩:২২:০৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার  উদ্যোগে শীতকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কাঠাল তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়


এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর কাউন্সিল মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো হাবিব আজম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার  সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম তাজ, ছাত্রনেতা শহীদুল ইসলাম সহ  অনেকেই


আজকের ফাইনাল খেলায় ছাত্র পরিষদ একাদশ বনরুপা বয়েজ এই দুটি দল অংশ নেন এতে  উইকেটে ছাত্র পরিষদ একাদশ বিজয়ী হয়

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ


পুরস্কার বিতরণ কালে আগত অতিথিরা বলেন, দেশকে মাদকমুক্ত সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে  সমাজকে দূরে রাখতে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের প্রয়োজন বলে উল্লেখ করেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions