প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৩ ০৫:০৬:২১
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৯:৩৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি আরও বলেন, সরকারের উন্নয়নে বাঁধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের রুখে দাঁড়ানো আইনশৃঙ্খলা বাহিনীর একার কাজ নয় বলে মন্তব্য করে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন, হেডম্যান, কারবারি, সুশিল সমাজ, সমাজের সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে কাজ করার আহবান জানান মন্ত্রী।
শনিবার (০৭ জানুয়ারি) সকালে একদিনের সফরে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের আয়োজনের স্থানীয় মাল্টিপারপাস হলরুমে শীতার্ত গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, কৃষি উপকরণ, যন্ত্রপাতি ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের মানুষ আগামীতে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পরিবেশ ও কৃষি খামারসহ সকল উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে চাইলে আগামীতেও রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। এসময় মন্ত্রী বলেন, ১৯৯৬সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠিদের জন্য বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, দুগ্ধভাতাসহ নানা ধরণের উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। এসময় তিনি বলেন, বিএনপি সবসময় মিথ্যা বলে, মিথ্যা স্বপ্ন দেখায় আর তাদের মিথ্যা স্বপ্নে পা দিলে উন্নয়ন থেমে যাবে।
এসময় মন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নের পাশাপাশি পার্বত্য এলাকার উন্নয়নে আওয়ামীলীগ সরকারের উপর আস্থা রাখা এবং ২০৪১সালের মধ্যে পার্বত্য তিনজেলাকে স্মার্ট জেলা হিসেবে রুপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার এর উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল মুনসুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সদস্য তিংতিং ম্যা, সিয়ং খুমী,সি ইয়ং ম্রো,ক্যসাপ্রু,থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে গরিব ও দুস্থদের মাঝে ৫৬০টি কম্বল,২১টি সেলাই মেশিন,২৩টি স্প্রে মেশিন এবং ১০টি ছাগল বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।