সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২৩ ০৬:২৭:০৫ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৫:৫৫:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাঙামাটিতে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়নে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের সভাপতি সুপ্রিয় চাকমা শুভ। অনুষ্ঠানে শুরুর আগে সংগঠনের চাকমা ভাষায় নির্মিত স্বপ্ল দৈর্ষ্য চলচিত্র  পোড়া কবাল্লে(পোড়া কপাল) এর পর্দা উন্মোচন ও কেক কাটেন প্রধান অতিথি।

এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে পোড়া কবাল্লে চলচিত্রটি পাহাড়ে সমাজের নানান অসঙ্গতি, দারিদ্রতা ও নারী সমাজের অবহেলার বিষয়টি ফুটে তোলা হয়েছে। এতে উপস্থিত দর্শকদের চলচিত্রটি প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকম বলেন, যে জাতি তার সাংস্কৃতিকে বিকশিত করতে পারে না সে জাতি এক সময় হারিয়ে যেতে বাধ্য। তাই যে জাতি নিজের সংস্কৃতিকে বাচিয়ে রাখতে পারবে সেই জাতি  তত বিকশিত ও উন্নতি হবে। তাই সংস্কৃতি বিকাশের জন্য সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলায় পাহাড়ী সকল সম্প্রদায়সহ দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় যে যার ধর্ম, সংস্কৃতি কৃষ্টি যাতে নিরাপত্তার সাথে লালন-পালন করতে পারেন সে জন্য প্রধানমন্ত্রী  কাজ করে যাচ্ছেন। সে লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় উন্নয়ন,শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাচ্ছে।  


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions