ব্যাডমিন্টনে চাম্পিয়ান হলেন ওয়াশিংটন চাকমা

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২৩ ০২:৫৫:১১ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৬:০৫:৫৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি ব্যাডমিন্টন ক্লাবের উদ্দ্যোগে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ঘটিকায় রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে শীতকালিন আন্তঃবার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২/২৩ প্রতিযোগিতায় উন্মুক্ত গোল্ড বিভাগে চ্যাম্পিয়ান হয়েছেন রাঙামাটির ব্যাডমিন্টনের লিজেন্ড রাঙামাটি ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ৫৪ বছর বয়সী ওয়াশিংটন চাকমা

 

তিনি ফাইনালে ২১ বছর বয়সী তরুন খেলোয়াড় মারুফকে টানা দুই গেমে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন

 

প্রতিযোগিতার সমাপনী পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম,রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু চাকমা,এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহামদ শফি,সদানন্দ চাকমা,কল্যান চাকমাসহ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ব্যাডমিন্টন ক্লাবের সদস্যরা সমাপনী সভা পরিচালনা করেন,রাঙামাটি সদর পিআইও তর্পন দেওয়ান

 

গোল্ড ডাবলসে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন,কমল-ফয়সাল জুটিরানার্সআপ,রনেন-মারুফ জুটি প্রিমিয়াম ডাবলসে চ্যাম্পিয়ন,অংরোয়াজা-উপল জুটিরানার্সআপ,ডাঃআবির চাকমা-আকিহিতু চাকমা জুটি

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions