প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২৩ ০২:৩৮:৫৬
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৬:০৭:২৭
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও সাধারণ সম্পাদক তনুময় চাকমা আজ শুক্রবার৬ জানুয়ারি ২০২৩ এক যুক্ত বিবৃতিতে সাজেকে “ফুল বারেঙ বোইও বা’ নামে স্থানীয় একটি পাঠাগারের উদ্যোগে ২০২২ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ ৬ জানুয়ারি ২০২৩ ফুল বারেঙ বোইও বা’ ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে গতকাল (৫ জানুয়ারি) আয়োজকদের আইন শৃঙ্খলাবাহিনী ডেকে নিয়ে তা বাতিল করার নির্দেশ প্রদান করেন। এমনকি অনুষ্ঠান বাতিলের খবরটি মিডিয়ায় প্রচার না করারও নির্দেশ দেন। ফলে আয়োজকরা সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু সাজেকের মত অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের মনোবল বাড়ানের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ফুল বারেঙ বোইও বা’ পাঠাগারের আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাধাদান গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত। এতেই প্রমান হয় যে পার্বত্য চট্টগ্রামে কেউ এক ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে।