রাঙামাটিতে পবিত্র ত্রিপিটক শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৩ ০৬:০৬:৪৯ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৯:০৪:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি রাজ বনবিহারের প্রধান ধর্মীয় গুরু প্রয়াত মহাসাধক  শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবরি বনভান্তের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি শহরে ত্রিপিটক মোটর শোভাযাত্রা বের করা হয়।

বনভান্তের জন্ম দিন উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল বিকালে রাজ বন বিহার মাঠে বাংলায় প্রকাশিত সমগ্র  ত্রিপিটক গ্রন্থের মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এর পর বর্নাঢ্য মোটর শোভাযাত্রাসহকারে বিহার মাঠ থেকে শুরু করে রাঙামাটি শহরে চারদিকে প্রদক্ষিন করে। এসময়  রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে শত শত বৌদ্ধ নর -নারীরা ত্রিপিটক বহনকারী গাড়ীতে ফুল ছিটিয় শ্রদ্ধা নিবেদন জানায়। এ শোভাযাত্রায় শতশত মোটর সাইকেল, ট্রাক, মাইক্রো, সিএনজি নিয়ে বৌদ্ধধর্মালম্বীরা অংশ নেয়। ত্রিপিটক গ্রন্থ প্রদক্ষিনের মধ্য দিয়ে বুদ্ধের অমৃত বাণী প্রচারের পাশাপাশি পার্বত্যাঞ্চলে সবাইয়ের মাঝে শান্তি-সমৃদ্ধি বিরাজের উদ্দেশ্য এ শোভাযাত্রার আয়োজন।

এদিকে মহাসাধক বনভান্তের জনমইদন উপলক্ষে আগামী ৮ জানুয়ারী রাঙামাটি রাজ বন বিহারে ধর্মীয় সভা, কেক কাটাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ বন বিহার পরিচালনা কমিটি।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মালম্বীদরে আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালরে ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দহেত্যাগ) লাভ করেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions