আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৮০টি গরু উদ্ধার

প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৩ ০৫:৩৩:৩৬ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৮:৫২:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদমের দুর্গম ৩নং নয়াপাড়া ইউনিয়নের কয়ার ঝিরির পাশে শির ঝিরি নামক স্থানে অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চোরাইভাবে নিয়ে আসা ৮০টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করে আলীকদম ব্যাটালিয়ানের (৫৭ বিজিবি) ১জন কর্মকর্তা, ৪০জন বিজিবি সদস্য এবং ৩জন পুলিশ সদস্যসের যৌথ এই টিম এই গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয়, তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত এই গরুগুলোর আনুমানিক বাজারমুল্য প্রায় ১কোটি টাকা বলে উল্লেখ করে উদ্ধারকৃত এই গরুগুলো   আলীকদম বিজিবি সদর ব্যাটালিয়নে আনা হচ্ছে এবং এই ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান  আলীকদম  ব্যাটালিয়ান (৫৭বিজিবি) এর অধিনায়ক লে:কর্ণেল মো: শহীদুল ইসলাম।

প্রসঙ্গত : সম্প্রতি সময়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে চোরাকারবারীরা মিয়ানমার থেকে অবৈধভাবে গবাদি পশু নিয়ে আসছে আর এরই প্রেক্ষিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে গত ৬মাসে ৮শত ৭টি গরু ও মহিষ আটক করেছে যার মুল্য ৮কোটি ৬৩লক্ষ ৫০হাজার টাকা। এসব গবাদি পশু পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে নিলাম দিয়ে সেই অর্থ কোষাগারে জমা করা হয়েছে, আর এই পর্যন্ত এই বিষয়ে আলীকদম থানায় ২টি, কাষ্টমস কর্তৃপক্ষের মাধ্যমে ২৪টি মামলা দায়ের করেছে বিজিবি, সেই সঙ্গে গরু চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে দুইজন আসামীকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions