খাগড়াছড়িতে ইপিআই টিকা নেয়ার পর নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২৩ ০৪:৫৩:৫২ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০১:১৪:৩৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে ইপিআই টিকা নিয়ে ফেরার পথে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মানিকছড়ির গাড়িটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে। নিহত নবজাতকের নাম আল আমিন। গাড়ি টানা এলাকার আব্দুল করিম মুক্তা আক্তার দম্পতির তৃতীয় সন্তান নিহত আল আমিন মাস দিন আগে জন্ম গ্রহণ করেন। 

 

ঘটনার পরপর টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মোমিন হোসেনকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরবর্তী মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। 

 

নিহতের মামা শামীম আহমেদ জানান, বুধবার সকাল ১১ টার দিকে মানিকছড়ির গাড়িটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইপিআই টিকা দেয়া হয় আল আমিনকে। টিকা নিয়ে ফেরার পথে মায়ের কুলে শিশুটির মৃত্যু হয়। 

 

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের বলেন, ঘটনায় সিভিল সার্জনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions