সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ছাত্র রাজনীতি থেকে আগামী দিনের বাংলাদেশের কর্ণধাররা উঠে আসবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন এ জন্য প্রতিটি ছাত্র ছাত্রীকে উচ্চ শিক্ষার মাধ্যমে সঠিক রাজনৈতিক পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আজ বুধবার রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, কৃষক লীগের সভাপতি জাহিদ আকতার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহ শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।