প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২৩ ০৪:১৮:২১
| আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০১:১০:২৮
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানে কলাগাছের আঁশ থেকে উৎপাদিত সুতা দিয়ে হস্তশিল্পজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের হলরুমে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী,বান্দরবান বিশ্ববিদ্যালয় এর প্রভাষক সাইং সাইং উ নিনিসহ বান্দরবানের বিভিন্ন সংগঠনের নারী নেত্রী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবান একটি সুন্দর পার্বত্য জেলা । আর এই জেলার বিভিন্ন পাহাড়ে উৎপন্ন হয় অসংখ্য কলা গাছ আর গাছ থেকে কলা কাটার পরে কলাগাছগুলো ফেলে দেয়া হয়। এসময় তিনি আরো বলেন, আমরা এই কলাগাছের আঁশ থেকে প্রথমে সুতা উৎপাদন প্রশিক্ষণ প্রদান করেছি এবার সেই সুতা দিয়ে হস্তশিল্পজাত পণ্য তৈরির প্রশিক্ষণ দিয়ে পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি তাদের অর্থনৌতিক অবস্থার পরিবর্র্তনের জন্য কাজ করে যাচ্ছি। এসময় তিনি নারীদের উন্নয়নে সবাইকে পাশে থাকার আহবানও জানান।
আয়োজকেরা জানান, এবারের প্রশিক্ষণে জেলা সদরের ৪০জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে আর এই প্রশিক্ষণ চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।