রাঙামাটিতে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ ০৩ জানুয়ারী, ২০২৩ ০৮:৫৪:১৭ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৯:০০:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে  বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মদ সাব্বিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। প্রধান বক্তা ছিলেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদলের জন্ম হয়েছিলো, স্বেরাচার পতনসহ সব আন্দোলনের অগ্রভাগে ছাত্রদল অগ্রণী ভুমিকা পালন করেছে। বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার ক্ষমতায় টিকে আছে। এই অবৈধ সরকারকে হটাতে সব আন্দোলনে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু।

আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions