শেখ কামাল যুব গেমস উপলক্ষে রাঙামাটিতে ৩ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশঃ ০৩ জানুয়ারী, ২০২৩ ০৩:৪৪:০৮ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ১০:২২:৪২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে রাঙামাটিতে ৩দিন ব্যাপী আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে

 

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায়  সোমবার সকাল ১০টায় রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে কারাতে প্রতিযোগিতার মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে  দিন ব্যাপী যুব গেমসের উদ্বোধন করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ-কমিটির আহবায়ক  আশিষ কুমার চাকমা নব

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ফুটবল একাডেমীর সভাপতি ওয়াশিংটন চাকমা, জেলা কারাতে উপ-কমিটির সদস্য সচিব মোঃ আবু তৈয়ব, প্রতিভা ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সচিব আব্দুল করিম লালু, জেলা কারাতে কোচ জসস্বী চাকমা ভূনক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বেনু দত্ত, সৈয়দ ইসমাইল হোসেন  প্রমূখ

 

শেখ কামাল ২য় বাংলাদেশ  যুব গেমস উপলক্ষে এবার  রাঙামাটিতে ফুটবল,কাবাডি,দাবা,এ্যাথলেটিকস আন্তঃ উপজেলা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বাসসকে জানিয়েছেন আয়োজকবৃন্দ

 

আগামী জানুয়ারী রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions