প্রকাশঃ ০২ জানুয়ারী, ২০২৩ ০৪:৫২:০০
| আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ১২:০৯:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১লা জানুয়ারি) সকালে বান্দরবান শহরের আলীম উল্লাহ মার্কেটের নিচ তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম সহ প্রমুখ ।
উদ্বোধন শেষে স্বপ্ন সুপার শপের স্বত্তাধিকারী মো: রাসেল হোসেন বলেন, স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে, এছাড়াও বান্দরবানে স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।