জুরাছড়িতে বনভান্তের জীবন ও কর্ম নিয়ে রচনা এবং বন্দনা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ০১ জানুয়ারী, ২০২৩ ০৭:০৫:৪০ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৫:০১:১৯

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)জুরাছড়ি সুবলং শাখা বন বিহারে  বনভান্তের জীবন কর্ম নিয়ে রচনা এবং বন্দনা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (৩১ ডিসেম্বরবিহারের দেশনালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতার  উদ্বোধন করেন রাঙামাটি বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিনবোধী মহাস্থবির

 

সময় স্বাগত বক্তব্য রাখেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা বিহার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক জাপানি বিজয় দেওয়ান। সময় খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রর্বতক চাকমা, পানছড়ি ভুবন জয় সরকারি মডেলের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিন্দীনি চাকমা, সুমেত্রা চাকমা, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

 

প্রতিযোগীতায় বিচারক হিসেবে বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিনবোধী মহাস্থবির,কাউখালি ত্রিরত্ন বন বিহারের অধ্যক্ষ পুশ্য মহাস্থবির, শীবক শ্রমনপ্রতিযোগীতায় বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

 

প্রতিযোগীতা  ত্রৈ-মাসিক মরোঘনা পরিবার, রাজ বন বিহার, রাঙামাটি আয়োজন করে

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions