সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পুর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ বৃহত্তর আন্দোলনে সামিল হোন’ এই শ্লোগানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) লংগদু থানা শাখার ২৩তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে পিসিপি’র নতুন থানা কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার বগাচতর এলাকায় সম্মেলন ও কাউন্সিলের আলোচনা সভায় পিসিপির লংগদু থানার শাখার বিদায়ী কমিটির সভাপতি দয়াল কান্তি চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদীর্ঘ চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু থানা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী কমিটির লংগদু থানা শাখার সদস্য রিন্তু মনি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মনি শংকর চাকমা বলেন, ১৯৮৯ সালের লংগদু গণহত্যার প্রতিবাদের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম। যার প্রেক্ষিতে লংগদু’র সম্মানকে অক্ষুন্ন রাখতে হলে লংগদু’র ছাত্র ও যুব সমাজকে আরো বেগবান হতে হবে, আরো সংগ্রামী হতে হবে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম তথা দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই সংকটের মুহূর্তে ছাত্র ও যুব সমাজকে সঠিক আদর্শে উজ্জীবিত হয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার কোনো বিকল্প নেই।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি থোয়াই ক্যাজাই চাক ও সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক টিকেল চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু থানা শাখার ভূমি বিষয়ক সম্পাদক বিনয় প্রসাদ কার্বারী, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির লংগদু থানা শাখার সভাপতি তপন জ্যোতি চাকমা ও অধিকার কর্মী নান্টু চাকমা।
সভা শেষে রিকেন চাকমাকে সভাপতি, রিন্তু মনি চাকমাকে সাধারণ সম্পাদক এবং সাধন বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পিসিপি’র নতুন লংগদু থানা শাখা কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা।