প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২২ ০৪:৫৪:৪৬
| আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৫:৫৪:০২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে এক ব্যাডমিন্টন প্রতিযোগীতা ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন (বিবিএ) এর আয়োজনে জিমনেশিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি পুলু প্রæ এর সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রশান্ত বড়–য়া, যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা এ মং সহ ক্রীড়াপ্রেমীরা।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, আমাদের যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামুখী করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, এভাবে যদি ব্যাডমিন্টন প্রতিযোগীতার পাশাপাশি বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা নিয়মিত অব্যাহত থাকে তাহলে বান্দরবানের যুব সমাজ ক্রীড়াক্ষেত্রে আরো এগিয়ে যাবে। এসময় তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ক্রীড়া চর্চা চালিয়ে যাওয়ার আহবান জানান।
এবারের ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ৩টি গ্রæপে বান্দরবানের ১শত ৬৫জন ক্রীড়াবিদ অংশ গ্রহন করছে, আর প্রতিযোগীতা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করবে আয়োজকেরা।