চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবের নাম হলো প্রয়াত ডাঃ স্টিফেন চৌধুরীর নামে

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৮:৪৭ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:১৬:১১

সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই  ( রাঙামাটি)রাঙামাটির কাপ্তাই উপজেলার  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবের নামকরণ করা হয়েছে হাসপাতালের প্রয়াত পরিচালক  ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে


 গত ১০ ডিসেম্বর হাসপাতাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান পরিচালক ডাঃ প্রবীর খিয়াং স্টাফ ক্লাবটি ডাঃ স্টিফেন চৌধুরীর নামে ঘোষণা করেন তারই প্রেক্ষিতে বুধবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে ডাঃ মং স্টিফেন চৌধুরী  অডিটোরিয়াম (স্টাফ ক্লাব) নামফলক উদ্বোধন করলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার   

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থনার কার্যক্রম পরিচালনা  করেন  চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট  চার্চের পালক সখীয় বৈরাগী

 

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানচন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমাউপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদস্য বাবলা খিয়াং সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ

 

পরে দীপংকর তালুকদার এমপি শুভ বড়দিন উপলক্ষে হাসপাতালের ডাঃ মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম ভোজ সভায় অংশ নেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions