প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২২ ০৮:১৫:১৬
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৫:১৯:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুদার এমপি বলেছেন, দেশ যখণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত জোট দেশে আবারো দেশকে অস্থিতিশীল করে তোলতে চাইছে। তারা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর মনে করেছিলো আওয়ামীলীগকে নিশ্চিহৃ করে ফেলতে পারবে, কিন্তু সেটি তো পারেনি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে উন্নতি লাভ করেছে। আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি জামাত ও পাহাড়ে আঞ্চলিক দলগুলোর নাশকতার বিষয়ে নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনষ্টিটিউটে বাংলাদেশ মৎস্যজীবিলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। এসময় মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম মানিক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, সমতলে আওয়ামীলীগকে বিএনপি জামাতের সাথে আন্দোলন করে টিকে থাকতে হয় পাহাড়ে বিএনপির পাশাপাশি আঞ্চলিক দলের সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা রাজনীতি করতে হয়।
অনুষ্ঠান শুরু আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।