প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২২ ০৬:৩৫:৪২
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৫:২০:৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বৈশাখী টেলিভিশন এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে ক্লাবের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বৈশাখী টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো মুছা মাতাব্বর।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে। আগামীতে বৈশাখী টিভি অনুসন্ধানী ও দূনীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে। সর্বোপরি বৈশাখী টিভির উত্তরাত্তর সাফল্য কামনা করেন সবাই।