দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের নির্বাচনের দ্রুত তারিখ ঘোষণার দাবী

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:২৮:৫৩ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:১৮:৪৮
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের স্থগিত নির্বাচন দ্রুত তারিখ পুণনির্ধারনের দাবীতে আজ সোমবার সংবাদ সন্মেলন করেছে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

রাঙামাটি রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে সংবাদ সন্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন মৈদং ইউপির চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গলাল চাকমা। এসময় দুমদুম্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী কল্যাণ ময় চাকমা, মেম্বার প্রার্থী  জুলি চাকমা, কাজলা চাকমা, শান্তিপ্রভা চাকমা, প্রমেশ তংচংগ্যা, অমর ধন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনের আগে নির্বাচন কমিশনারের বরাবরে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সন্মেলনে বলা হয়, জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী ৭ ফেব্রæয়ারী নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগ মহুর্তে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে  তফসিল ঘোষনা করে ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও পুনঃসস্থগিত করে নির্বাচন কমিশন। সর্বশেষ আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও  তৃতীয়বারের মত নির্বাচন স্থগিত করে।
সংবাদ সন্মেলনে আরো বলা হয়, জুরাছড়ি উপজেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষার্থে সেনাবাহিনী, পুলশ ও গোয়েন্দা সংস্থার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারপরও বার বার নির্বাচন স্থগিত করা হচ্ছে তা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। স্থগিতের কারণ সুস্পষ্ট না হওয়ার কারণে সাধারন মানুষের মনে ভ্রান্ত ধারনা দিন দিন জন্ম দিচ্ছে। এতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারকে দোষারুপ করছে সাধারন মানুষ।

সংবাদ সন্মেলন থেকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের স্থগিত নির্বাচন দ্রুত তারিখ পুণনির্ধারনের দাবী জানিয়ে অন্যথায় দুটি ইউনিয়নের সাধারন মানুষের গণতান্ত্রিক ভোট অধিকারের জন্য আন্দোলনের বিকল্প কোন পথ খোলা থাকবে না হুশিয়ারী উচ্চারণ করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions