সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সোমবার সকাল সকাল ১০টায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হইতে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াদুদ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। এসময় চেম্বারের সিঃ সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক ইউসুফ হারুন, মনসুর আলী, মামুনুর রশীদ মামুন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশীদ মাতব্বর, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় দুঃস্থ ও অসহায় মানুষ এবং বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, বিহারে ৫০০ টি কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠান সমূহ হল – বায়তুশ শরফ এতিমখানা, আব্দুল ফকির মাঝার এতিমখানা, খানকা শরীফ, দাওয়াতে ইসলাম এতিমখানা, আমানতবাগ এতিমখানা, ২নং পাথরঘাটা এতিমখানা, ভাষঅন্যাদম খাগড়াছড়ি এতিমখানা, রসুলপুর আল মোমিন মাদ্রাসা, ব্রাক্ষনটিলা হামিউস্সুন্না মাদ্রাসা, আনন্দ বিহার, আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহার, মনোঘর আবাসিক।