খাগড়াছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে মা মেয়ের মৃত্যু

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২২ ০৯:০৯:৩৩ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৩:৫৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকছড়ির গচ্ছাবিল শাহ নগর এলাকার ওমর ফারুকের স্ত্রী কুলছুম বেগম ও তার আট বছরের মেয়ে ইশরাত জাহান কলি।

পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশে জমিতে গরু আনতে যান মা ও মেয়ে। এ সময় জমিতে পড়া থাকা বৈদ্যুতিক তাঁরের সাথে কুলছুম বেগম স্পৃষ্ট হয়। মাকে বিদ্যুৎ স্পৃষ্ট হতে দেখে মেয়ে স্পর্শ হলে সেও স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে, গেল ৮ নভেম্বর খাগড়াছড়ি সদরের খাগড়াপুরে গাছে উঠতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দীপেন ত্রিপুরা নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions