প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬:১৫
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:০৭:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী, কিশোরী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে এই সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন) খান মোঃ রেজাউল করিম।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ অংচালু এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মারমা, সদস্য ক্যনে ওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান মংহ্লা, ডিস্ট্রিক কনসালট্যান্ট ডাঃ মো: নুুরুস সাফা চৌধুরী, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মারমা, ইউ এন এফ পি বাংলাদেশ এর জেলা প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমাসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কিশোরীরা উপস্থিত ছিলেন।