রাঙামাটিতে করোনা টিকার ৪র্থ ডোজ দেয়া শুরু

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২২ ০২:৩০:১৪ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৩:১০:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনা টিকার ৪র্থ ডোজ দেয়া শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার দেশের অনান্য জেলায় এ কার্যক্রম শুরুর একদিন পর রাঙামাটিতে এ কার্যক্রম শুরু হলো।

৬০ বছরের বয়স্ক ও সম্মুখ সারীর যোদ্ধাদের এই ৪র্থ ডোজ দেয়া হচ্ছে।

তবে টিকা কেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ সময়ে টিকা প্রদানকারীদের অলস সময় পার করতে দেখা গেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৭ জনকে ৪র্থ ডোজ প্রদান করা হয়।  টিকা প্রদানের বিষয় প্রচারের অভাবের কারনেই মুলত টিকা প্রত্যাশীদের সংখ্যা কম বলে জানায় সংশ্লিষ্টরা। 

৪র্থ ডোজে সকলকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, রাঙামাটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রথম ডোজ দিয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮২,  দ্বিতীয় ডোজ ৪ লাখ ৬৮ হাজার ৩০৪, তৃতীয় ডোজ ২ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions