প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২২ ০২:১৫:০৭
| আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৬:০৪:১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণ এর প্রতিবাদে ও অবিলম্বে উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার ২০ ও ২১ ডিসেম্বর রাঙামাটির রাজস্থলীতে ১২ ঘন্টা করে মোট ২৪ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বাঙ্গাহালিয়া সচেতন নাগরিক সমাজ ।
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতার ১৪ দিনেও সন্ধান না পাওয়ায় দ্বিতীয় দফায় বেঁধে দেয়া আল্টিমেটাম শেষে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে আজ মঙ্গলবার ও কাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়া হয়। হরতালের কারনে সকাল থেকে আভ্যন্তরীন যানবাহন চলছে না ও বন্ধ রয়েছে দোকানপাট।
নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফোরকান হোসেন মুন্না ছোট ভাই । গত ৪ঠা ডিসেম্বর রাজস্থলীর ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া নামক এলাকা থেকে অপহৃত হয়। অপহৃত সালাহউদ্দিনকে উদ্ধারের দাবিতে রাজস্থলী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক সমাজ। বাঙ্গালহালিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আল্টিমেটাম দেয়া হলেও প্রশাসন উদ্ধার করতে না পারায় হরতালের ডাক দেয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, অপহৃত সালাহউদ্দিনকে যে এলাকা থেকে অপহরন করা হয়েছে সেটি জেএসএস নিয়ন্ত্রিত, পরিবারের দাবি জেএসএসের সন্ত্রাসীরা তাকে অপহরন করেছে, তবে এই বিষয়ে জেএসএসের কোন বক্তব্য পাওয়া যায়নি।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করেছে, কিন্তু কিছু পায়নি। ঘটনা দিন দুপুর থেকে অপহৃতের মোবাইল বন্ধ রয়েছে।
বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহবায়ক এমদাদুল হক মিলন জানান, হরতাল কর্মসুচীতে কাজ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। অপহৃত সালাহউদ্দিনকে উদ্ধারের আমরা প্রশাসনের কোন তৎপরতা দেখছি না।