প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২২ ০৮:২০:২৬
| আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১১:৪৫:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আভিবাসী দিবস।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৮ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী পলাশ বড়–য়াসহ সরকারী-বেসরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রবাসীরা দেশের গৌরব। দেশের অসংখ্য রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে থেকেও দেশে আত্মীয় স্বজনের জন্য প্রচুর অর্থ পাঠাচ্ছে আর এতে দেশের অথনীতির চাকা এগিয়ে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দক্ষ জনশক্তিকে বিদেশে যেতে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান শেষে দক্ষ কর্মী হয়ে বিদেশ যেতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পরিকল্পনা, আর আমাদের দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে বর্তমানে দক্ষতার স্বাক্ষর রাখছে।