সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনী (৩১বীর) সেনাজোন কর্তৃক ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ ঐতিহ্যবাহী পর্যটন স্পট আলীর গুহা (সুড়ঙ্গ) প্রবেশ মুখে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে নব-নির্মিত সিঁড়ি ও বিশ্রাম স্থান উদ্বোধন করেছেন আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি।
রোববার (১৮ই ডিসেম্বর) সকাল ১০টায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন (৩১ বীর)এর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন ভারপাপ্ত উপ-অধিনায়ক মেজর সাজ্জাদ শহীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামীলীগে সভাপতি জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির,২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীনসহ ইউনিয়ন পরিষদের সদস্যসহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আলীকদম (৩১ বীর) জোনের আওতাধীন অত্র উপজেলার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে ।
উদ্বোধন শেষে একটি বটবৃক্ষ চারা রোপন করেন প্রধান অতিথি, এরপর ৩১ বীর সেনা জোনের কেন্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ গরীব ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরন করা হয়।