হিল ফ্লাওয়ার এবং সিএসও নেটওয়ার্কের মধ্যে অর্ধ-বছরের সমন্বয় সভা

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২২ ০৮:১৭:১৯ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১১:৪৬:৫৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গ্রামীণ  সাধারণ বন (ভিসিএফ) নির্ভর আদিবাসী নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে হিল ফ্লাওয়ারের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হিল ফ্লাওয়ারের কার্যালয়ে সমন্বয় নভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আদিবাসীদের জ্ঞান ভিত্তিক সমাধানের মাধ্যমে প্রতিকূল জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন এবং অভিযোজন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনহিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক নীলু কুমান তঞ্চঙ্গ্যাপ্রকল্প সমন্বয়ক জেনিফার অজান্ত তঞ্চঙ্গা, কর্মসূচি পরিচালক জ্যোতি বিকাশ চাকমা এছাড়াও রাঙামাটিতে কাজ করা বিভিন্ন এনজিও সংস্থার নির্বাহী পরিচালক প্রতিনিধি উপস্থিত ছিলেন

 

হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক নীলু কুমার তঞ্চঙ্গা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলায় স্থানীয় জনগণ তথা গ্রামীন সাধারণ বন নির্ভর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির এবং স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের  পারস্পারিক যোগসূত্র স্থাপনই প্রকল্পের মূল উদ্দেশ্য। এসব প্রকল্প রাঙামাটি সদর উপজেলার ৬নম্বর বালুখালী ২নম্বর মগবান দুই ইউনিয়নের ৬টি গ্রামে কার্যক্রম চলছে

 

তিনি আরো বলেন, প্রকল্পে ১০ টি মহিলা সমিতিতে সুফলভোগী ৩০০ জন, ৩টি ভিসিএফে ৫৩জন, ২টি ইয়ূথ দলে ৬৪ জন রয়েছেন। অর্থ্যাৎ মোট ৩৫৩ পরিবারকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে  বিকল্প আয়বর্ধকমূলক কর্মসংস্থান সৃষ্টির ফলে বননির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব হয়েছে|

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions