সিএইচটি টুডে ডট কম, রাঙমাটি। রাঙামাটিতেদুইটিমাদকমামলারগ্রেফতারিপরোয়ানাভুক্তআসামিমো. রুবেলকে (৩৩) গ্রেফতারকরেছেরাঙামাটিরকোতোয়ালিথানাপুলিশ।শনিবার (১৭ডিসেম্বর) সকাল৯টায় জেলা শহরের আসামবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিকেলে থানা পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানা পুলিশের অভিযানে জেলা শহরের আসামবস্তি এলাকা থেকে সকালে ৮টি মাদক মামলাসহ ১১টি মামলার আসামি মো. রুবেলকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। রুবেলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুইটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। থানায় আরও একটি মাদক মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, থানা পুলিশের অভিযানে জেলা শহরের রিজার্ভবাজার এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো রুবেলকে গ্রেফতার করা হয়েছে। সে ওই এলাকার কবির আহম্মদের ছেলে। তার পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে বলে আমরা জানতে পেরেছি।