প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২২ ০৮:১৭:১৮
| আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৪:০৪:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় জাতির আজ বিজয়ের ৫২ বছর উদযাপন করছে। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
আজ সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সরকারের পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও মুক্তিযোদ্ধারা পুস্পস্তর্বক অর্পণ করেন। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পরে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে। বিজিবির পক্ষ থেকে রাঙামাটির নানিয়ারচরে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।