খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে হামলা-ভাংচুর, আহত ৫০

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২২ ০৬:২৬:১৫ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৪:০৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়ি মহালছড়ি উপজেলায় বিএনপির দলীয় কার্যালয় নেতাকর্মীদের ওপর হামলা এবং ভাংচুরের অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়

 

প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, শুক্রবার ভোরে বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন জানতে মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার প্রস্তুতিকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, তিনটহরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু মিয়াসহ ৩০-৪০ জন আহত হয়। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে, গতরাতে মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতেও বেশ কয়েকজন আহত দলীয় কার্যালয়ের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। 

 

অন্যদিকে, বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতেও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ ১০-১২ জন আহত হয়। 

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, বিভিন্ন উপজেলায় আওয়ামীপন্থী সন্ত্রাসীরা একের পর এক হামলা করলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। অবিলম্বে দলীয় কার্যালয় ভাংচুর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions