লংগদুতে আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২২ ০৬:২৩:০৩ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৪:৫১

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। এরপর শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

 

উপজেলা আওয়ামী লীগের জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এছাড়া উপজেলা অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়

 

শেষ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু" সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মুসলিম সহ সভাপতি আব্দুল আলী সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন খান

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাশ চন্দ্র দাশ, সহ সভাপতি মোঃ হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মাইনীমুখ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রকিকুল ইসলাম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions