সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ইয়াবা নিয়ে যাওয়ার পথে দুই যুবককে মোটরসাইকেল সহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাইনীমূখ ইউপির গাঁথাছড়া বরকলনি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম পথিমধ্যে তল্লাশি চালিয়ে আটক করেন তাদের।
আটককৃতরা হলেন- মোঃ মোকছেদুল মক্কা (৩৫), পিতা- মৃত নজরুল ইসলাম এবং মোঃ জসীম উদ্দিন (২৭), পিতা- মোঃ সালাম খাঁ। উভয় বড় মাহিল্যা ৮নং ওয়ার্ড, ৩৭নং আমতলী ইউনিয়নের বাঘাইছড়ি থানার স্থায়ী বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এস.আই মিলন সহ টিম লংগদু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে তাদের ৯৫ পিস ইয়াবা ও বহনকারী মোটরসাইকেল আটক করেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, আমাদের কাছে খবর আসে ইয়াবা সহ দুজন ব্যক্তি বরকলনি এলাকায় অবস্থান করছে, তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করে মোটরসাইকেল সহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।