প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:০৮:২১
| আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১১:৪১:৩২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে ক্লু লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হত্যাকান্ডের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. নাইমুল হক।
পুলিশ সুপার জানান, ছোট ভাই মোস্তাফিজুর রহমান এইচএসসি পরীক্ষার্থী। বড় ভাই নিহত সাজ্জাদের সম্মতি চান এইচএসসি পাস করলে চট্টগ্রামের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। কিন্তু, পড়ালেখার জন্য আর কোন খরচ দিতে পারবেনা জানিয়ে দেয়ায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। ছোট ভাইকে হাতুড়ি দিয়ে আঘাতও করে বড় ভাই। কিছুক্ষণ পরে নিহত সাজ্জাদের মুঠোফোনে কল আসলে সে ফোনে কথা বলতে থাকেন। ওই সময় বড় ভাই সাজ্জাদকে পেছনে থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই মোস্তাফিজ। হাতুড়ির আঘাতে বড় ভাই সাজ্জাদ অজ্ঞান হয়ে গেলে দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ছোট ভাইয়ের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও জিজ্ঞাসাবাদের সূত্র ধরে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়। এ ছাড়া মোস্তাফিজের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে মোস্তাফিজ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর আলম জানান, আসামী মোস্তাফিজুরের জবানবন্দী গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।
গেল শনিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ির যোগ্যছোলা সেমুতাং গ্যাস ক্ষেত্র এলাকা থেকে কাতার প্রবাসী সাজ্জাদের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধা করে পুলিশ।