প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২২ ০৮:২৯:০৫
| আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১১:৫১:৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “প্রগতিশীল প্রযুক্তি অর্ন্তভুক্তিমুলক উন্নতি’ এই শ্লোগানের রাঙামাটিতে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। দিবসটি সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল সুবিধা এখন কেবল মুখে নয় বাংলাদেশে বাস্তবে রুপ নিয়েছে। বর্তমান সরকারের আমলে ইন্টারনেট, মোবাইলসহ সরকারি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে গেছে, মানুষকে এখন আগের মত হয়রানি হতে হয় না। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর কারনে সম্ভব হয়েছে।
আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এছাড়া ঢাকায় আর্ন্তজাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডিজিটাল অ্যাওয়ার্ড পুরুস্কার গ্রহণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।