ডিজিটাল বাংলাদেশ দিবসে লংগদুতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২২ ০৪:৫০:৫৬ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৪:০৬

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষ কিন্নরীতে সেমিনার অনুষ্ঠিত হয়। বছর দিবসটিতেপ্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” -প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি ্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেমিনারে এসে মিলিত হয়

 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান এর সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরীথানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান

 

সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের ভূমিকা, জনগণের করণীয় বিষয়ে আলোকপাত করেন

 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহনেওয়াজ ফারুক প্রমুখ

 

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে আইসিটি মন্ত্রণালয়ের অনুষ্ঠানমালা উপজেলা পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষ কিন্নরী হতে উপভোগ করেন সেমিনারে আগত অতিথিরা

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions