প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২২ ০৩:২১:৪০
| আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ১২:৪৭:৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’’ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাজ্ঞণে সংঙ্গীত পরিবেশন, দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন এবং বেলুন, ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো মিজানুর রহমান।
পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন বলেন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধ হয়েছিল। সাধারণ মানুষ যেন তাদের অধিকার পায় সেজন্য বঙ্গবন্ধু আজীবন কাজ করেছেন।জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। অথচ সেই স্বাধীন দেশ একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য জনগণ ক্ষমতায় পাঠায় না।
আলোচনা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস ইসলাম, দুর্ণীতি দমন কমিশনের সম্বনিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো সাইফুল ইসলাম,দুর্ণীটি প্রতিরোধ কমিটির জেলার সভাপতি মো ওমর ফারুক, প্রমুখ।
এসময় জেলা প্রশাসক আরো বলেন, একসময় পশ্চিমারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতেন, আর এখন তারাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটা সম্ভব হয়েছে বর্তমান সৎ ও যোগ্য নেতৃত্বের কারণে। তিনি ২০৩০ সালের মধ্যে এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।