উলের সুতা দিয়ে গরম কাপড় বানানোর চলছে আগাম প্রস্তুতি

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৮:১২ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:২৬:৩১
বর্ষপঞ্জিকা অনুসারে এখন অগ্রায়ণ মাস আর কিছুদিন পর পৌষ এরপর মাঘ মাস। ছয় ঋতুর দেশ বাংলাদেশে পুরোদমে এখন শীত  পরার কথা থাকলেও নেই তেমন শীতের প্রকোপ। তবে শহরে তেমন একটা শীতের প্রকোপ দেখা না দিলেও  প্রত্যান্ত পাহাড়ী গ্রামে পড়ছে শীত। দিনে কিছুটা গরম আর রাতে বেশ শীত। কুয়াশাও পড়ছে, মাঝেমধ্যে পুরো এলাকা ছেয়ে যাচ্ছে কুয়াশায়। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। পাহাড়ী গ্রামের মানুষ এরই মধ্যে শীতের কাপড় নামিয়ে ফেলেছেন।

রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের গবছড়ি চাম্পাইপাড়ায় গিয়ে দেখা যায় সেখানকার  বাসিন্ধা জাত্যাবালা চাকমা মাঘ মাসকে সামনে রেখে উলের সুতা দিয়ে সোয়েটার, মোজা, চাদর, মাফলার ও অন্যান্য গরম কাপড় বানানোর আগাম প্রস্তুতি নিচ্ছেন।

ছবি ও প্রতিবেদন - লিটন শীল।



সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions