“আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২২ ০২:০৬:৩১ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:১৪:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ বৃহস্পতিবার রাঙামাটিতে চারটি স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ, উইভ, টংগ্যা ও হিলফ্লাওয়ার এর আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গনে “আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত” প্রকল্পের অগ্রগতি নিয়ে অবহিতকরণ সভা এবং যুব ও কৈশোর মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি: সঞ্জয় মজুমদার। এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গনে কৈশোর মেলা অয়োজন করা হয় যেখানে রাঙামাটি ক্লাস্টারের চার এনজিও ৪টি  স্টলে কিশোরীদের বিভিন্ন সৃজনশীল কাজ প্রদর্শন করে। এছাড়াও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়ার জীবনীসম্বলিত পোস্টার, ফেস্টুন ও ড্রয়িং প্রদর্শন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন বিনোদ শেখর চাকমা,বেগম শাহান ওয়াজ, ডিডিএফপি, বিশ^জিত চাকমা সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মো: আবদুল্লাহ্ বাকি, ডিআইও-১, ডিএসবি রাঙামাটি জেলা পুলিশ, মোহাম্মদ এমদাদ উল্লাহ্, প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, মো: শাহজাহান,ডেপুটি ডিরেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর, রাঙামাটি।

এতে আরো উপস্থিত ছিলেন হেডম্যান এসোসিয়েশন এর ভাইস-প্রেসিডেন্ট  থুই অং মারমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তিবিজয় চাকমা। এই প্রকল্পের ৪টি সিএসও র মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক মিজ সুচরিতা চাকমা, উইভ এর নির্বাহী পরিচালক মিজ নাইউ প্রæ মারমা, টংগ্যার নির্বাহী পরিচালক প্রানজিত দেওয়ান, হিলফ্লাওয়ার সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর জ্যোতি বিকাশ চাকমা, বিএনপিএসএর প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার, মাস্টার ট্রেইনার মিজ রিমি চাকমা, প্রকল্প সমন্বয়কারী কনিম চাকমা, সুকান্ত চাকমা, কুলদীপ রায়, হিলারী ত্রিপুরাসহ সরকারী বেসরকারী বিভিন্ন কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি স্টল উদ্বোধন এবং পরিদর্শন করেন। ক্লাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিজ সুচরিতা চাকমা।
 এরপর মি: সুকান্ত চাকমা  চলতি ২০২২ সনের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ করেন।

এরপর কিশোরীরা তাদের ক্লাবের বিভিন্ন সৃজনশীল কার্যক্রম নাটিকা ও পোস্টারের মাধ্যমে তুলে ধরে এবং মেন্টর,বাবা, মা, ভাই, কমিউনিটি লিডারগণ তাদের স্ব স্ব অভিজ্ঞতা বর্ণনা করেন।

সভায় প্রধান অতিথি অংসুইপ্রু চৌধুরী তার বক্তব্যের শুরুতে ওএলএইচএফ প্রকল্পের ভূয়সী প্রশংসা জানিয়ে বলেন যে, এই প্রকল্পটি খুবই যুগোপযোগি। পার্বত্য অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিয়ে এনজিওদের কার্যক্রম খুবই প্রশংসনীয়। এই প্রকল্পে অবকাঠামোগত উন্নয়নের মত বড় ধরণের দৃশ্যমান কোন উন্নয়ন দেখা না গেলেও ইতিবাচক সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। এই ধরণের কার্যক্রমে জেলা পরিষদসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত করলে তারা সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত। এই সমাজের লোকেরা এখনও যথেষ্ট অসেচতন। এই বিষয়ে এনজিওরা সরকারের সহযোগি হিসেবে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসহ ও অর্থনৈতিক উন্নয়নে সকল সেক্টরে উন্নয়নের ক্ষেত্রে যে অনেক অবদান রাখছে তা অনেক সুদুরপ্রসারী ফলাফল বয়ে আনবে, এতে কোন সন্দেহ নেই।

অন্যান্য বক্তার মধ্যে ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন, ডিডিএফপি, ডেপুটি ডিরেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর, রাঙামাটি,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক  ও নারী কার্বারী প্রমুখ।

এদিকে অনুষ্ঠান শেষে প্রোগ্রেসিভ সভা কক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions