প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২২ ০২:০০:৩১
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:১১:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বান্দরবানে যুব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ডিসেম্বর (বুধবার) বিকেলে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়ামে বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস), গ্রাউস ও তহ্ জিং ডং এর আয়োজনে ‘ আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ’ প্রকল্প এর উদ্যোগে এই যুব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অং চালু, দুনীর্তি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি অংচমং ,অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাইপ্রæ নেলী, গ্রাউস এর নির্বাহী পরিচালক চাই সিং মং, তহ্ জিংডং এর নির্বাহী পরিচালক চিংসিং প্রু, প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার, মাস্ট্রার ট্রেইনার সুমিত বণিক, প্রজেক্ট কো-অর্ডিনেটর দীধিতি চাকমা, উমাচিং মারমা, রমেশ চন্দ্র তংচঙ্গ্যাসহ সরকারী বেসরকারী বিভিন্ন কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় যুব মেলা উপলক্ষ্যে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস), গ্রাউস ও তহ্ জিং ডং এর কিশোরীদের ৩টি স্টলে কিশোরীরা নিজেদের তৈরি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন করেন।
পরে কিশোরী দলের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়।