খাগড়াছড়িতে পরিবহন ধর্মঘট, ৬ ঘন্টা পর প্রত্যাহার

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২২ ০১:৫৮:১৯ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:০৬:৪৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। গণহারে বাস মিনি বাস রিকুইজেশন সহ পুলিশি হয়রানি বন্ধের দাবীতে খাগড়াছড়ির সাথে চট্টগ্রামের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী কোন বাস মিনি বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে গণপরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

 

চট্টগ্রামের নাজিরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, গণহারে গণপরিবহন গুলোকে রিকুইজেশন করায় মালিক শ্রমিকরা আর্থিক ভাবে সংকটে পড়ছেন। এর উপর পুলিশ সহ সড়কে নানা রকম হয়রানি রয়েছে। এসব হয়রানি বন্ধের দাবিতে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। 

 

চট্টগ্রাম উত্তর জেলা পরিবহন মালিক সমিতির ডাকে খাগড়াছড়ি জেলার মালিক শ্রমিক সংগঠনরা সংহতি জানিয়ে বাস মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন। 

 

হঠাৎ করে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে বিকল্প মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন 

 

এদিকে ৬ ঘন্টা পর দুপুর ১২টা থেকে বাস চলাচল শুরু করেছে।এতে স্বস্তির নি:স্বাশ ফেলেন যাত্রীরা।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions