সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়িতে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটির পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ডিসেম্বরে) ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটির (ইউনিয়ন এমএসপি )র দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এর আয়োজনে, সহযোগী সংস্থা - জুম ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সহযোগিতায় লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন ( লীন) প্রকল্পের আওতায় এ কর্মশাল উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ড্রেসার শান্তি চাকমা,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার রানী বালা তঞ্চঙ্গ্যা এবং জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সুভ্রপ্রদীপ খীসা সহ ২৫ জন কমিটির প্রায় সকলে উপস্থিত ছিলেন।