বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ৩০১ পিচ ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৩৪:২২ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৭:০৬:৩৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার মাদ্রাসা পাড়া এলাকায়  পুলিশের বিশেষ অভিযানে ৩০১ পিচ ইয়াবা সহ হামিদা বেগম (৩৫) নামে এক চিহ্নিত  নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ  আটক নারী তার স্বামী খাজা দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসায় জড়িত


মঙ্গলবার রাত দশ ঘটিকায় মাদকসহ অবস্থানের  গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এসআই অনুপম দাশের নেতৃত্বে  পৌরসভার নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ায় খাজার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি  দল এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় খাজা পরে তার স্ত্রী মাদক কারবারি হামিদ বেগমকে আটক করে বাড়ি তল্লাশি করে পুলিশ এসময় ৩০১ পিচ ইয়াবা জব্দ করা হয়


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন বাঘাইছড়ি থানার পুলিশ মাদকের বিষয়ে  জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, মাদকের বিরুদ্ধে   পুলিশের অভিযান নিয়মিত চলবে সকালে আটক মাদকসহ নারীকে রাঙামাটিতে আদালতে পাঠানো হবে

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions