রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২২ ০১:৪৮:৩৩ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৬:৩৭:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় সুবাহু চাকমা ওরফে গিরি (৫৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) মুল দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকার রাঙীপাড়ার একটি দোকানে ইউপিডিএফ নেতা সুবাহু চাকমা চা খেতে যান। কিছুক্ষন পর ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত দোকানটি ঘেরাও করে ফেলে। এতে দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত হয়ে এলাকা ত্যাগ করে। নিহত সুবাহু চাকমা সাংগঠনিক কাজে দীর্ঘ দিন রাঙী পাড়ায় অবস্থান করছিলেন। 

ইউপিডিএফ-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আজ বুধবার সকালে নানিয়ারচরে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সরকারের সৃষ্ট নব্যবাহিনীর সদস্যরা তাদের সংগঠককে হত্যা করেছে।

এদিকে নানিয়ারচর থানার ওসি মোঃ সুজন হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে, তারা সেখানে কোন লাশ না পেয়ে ফিরে আসে।

এদিকে অন্য একটি সুত্র জানা গেছে, ঘটনার পর পরই ইউপিডিএফের কর্মীরা লাশটি সরিয়ে অন্যত্র নিয়ে যায়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions