নারীদের পিছিয়ে রেখে আমরা কখনো সুন্দর পৃথিবী গড়তে পারবো না; মংসুইপ্রু চৌধুরী 

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২২ ০১:৪৭:০৪ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৭:০৭:১৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। "ঐক্যবদ্ধ হয়ে নারী শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬দিনব্যাপী কর্মযজ্ঞ উদযাপন কমিটি' আয়োজনে প্রাইম প্রকল্প, OLHF প্রকল্প এবং নেটওয়ার্ক ফর এডোলেসেন্ট রাইটস ইনিশিয়েটিভস' সহযোগিতায় লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬দিনব্যাপী কর্মযজ্ঞ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার ০৭ডিসেম্বর সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কতিক ইনস্টিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ইনস্টিউটের অডিটোরিয়ামে লিঙ্গভিত্তিক নারীর প্রতি সহিংসতার  প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শনী নৃত্য পরেবশন অনুষ্ঠিত হয়। সময় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি' নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

 

আলোচনা সভায় দয়ানন্দ ত্রিপুরা' সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন,আজ নারীরা প্রমাণ করেছে যে তারা অপ্রতিরোধ্য। তারা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে।  অর্ধেক নারীদের পিছিয়ে রেখে আমরা কখনো সুন্দর পৃথিবী গড়তে পারবোনা। এসডিজি অর্জন করতে পারবেনা।সমাজের প্রতিটি স্তরে এমন একটি সুস্থ পরিবেশ থাকবে যেখানে নারী আপন মহিমায় স্বাধীন মর্যাদার অধিকারী হয়ে উঠবে; নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বস্তুগত, মানবিক জ্ঞান সম্পদের উপর। 

 

সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা' নির্বাহী পরিচালক রিপন চাকমা,এটিএন টিভি' জেলা প্রতিনিধি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ প্রমুখ

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions