প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২২ ০৩:০৩:০৩
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:২৩:৩৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জালাল উদ্দিন কোম্পানি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (৫ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
জালাল উদ্দীন কোম্পানি এলাকার উন্নয়নে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন ।
এদিকে তাঁর মুত্যুতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: জাহেদ উদ্দিন, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ওমর ফারুকসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।