প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৮:৩৭
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:২০:৪৬
জমিতে শীতকালীন ফসলের জন্য বীজ বোনা শেষ করেছে কৃষক-কৃষানীরা অনেক আগেই। শীতকাল হওয়ার কৃষক-কৃষাণীদের ব্যস্ততা বেড়ে যায় শাক সবজি চাষে। কারণ শীতের শুষ্ক মৌসুমে জমিতে শীতকালীন সবজি উৎপাদনের উপযোগী সময়। এ সময় বীজ বোনার জন্য চাষের উপযোগী করে জমি তৈরি করা হয়। বীজ বোনার কয়েক সপ্তাহের মধ্যে চারা অঙ্কুরিত হওয়ার পর কৃষক-কৃষাণীদের কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ।
জমিতে সঠিক পরিমাণে সার ও পানি দেওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হয় পোকামাকড় যেন ফসল নষ্ট করতে না পারে। এ জন্য কৃষাকরা ফসল পরিচর্যায় দলবেঁধে জমিতে নেমে পড়েন আগাছা বাছাই করতে। এ সময় সবজি ক্ষেতগুলো যেন কৃষিপ্রেমী কৃষকদের পদভারে মুখরিত হয়ে থাকে। ছবিটি রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার ঘিলাতলি এলাকা থেকে তোলা।
ছবি ও প্রতিবেদন- লিটন শীল।