রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৪:২২ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১২:২৯:১৩

সিএইচটি টুডে ডট কম,  রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় সেনাবাহিনী কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে ২রা ডিসেম্বর শুক্রবার সকালে রাজস্থলী আর্মি ক্যাম্প    বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যেগে আয়োজিত বর্ষপূর্ত উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ প্রদিক্ষন করে পুনরায় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের মাঠ প্রাঙ্গনে এসে শেষ আর্মি ক্যাম্পে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়


সভায় প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন, ডাক বাংলা অনাথ আশ্রমে পরিচালক ভদন্ত খেমাচারা মহাথের, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার, হেডম্যান ক্যসুথুই মারমা, ইউপি সদস্য শিমুল দাস, আনসার ভিডিপির পিসি আব্দুর রাজ্জাক, শিক্ষক চানুমং মারমা, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, কারবারি সুক্যচিং মারমা প্রমুখ শোভাযাত্রায়  স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন


বিকালে বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের মাঠ রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়


 রাজস্থলী আর্মি ক্যাম্পের  উদ্যোগে  আয়োজিত শান্তিচুক্তি বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, হেডম্যান, ইউপি সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions