খাগড়াছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২২ ০৩:০০:৫৪ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১২:৫০:৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় সড়কের উপর থেকে গলাকাটা ও ছুরিকাঘাত হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ির পঙ্খীমুড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী চট্টগ্রামের পাহাড়তলী আমবাগান বাস্তুহারা এলাকার ইউনুস সিকদারের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে পঙ্খীমুড়া এলাকার সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় ও পেটে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দূরে নিহতের ব্যবহৃত মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রশীদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকা-ের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions